করাচি: পাকিস্তানের বালুচিস্তানে চিনের আর্থিক সাহায্যে তৈরি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দরের কাছে রাস্তা তৈরির প্রকল্পে কর্মরত অন্তত ১০ শ্রমিক গুলিচালনায় নিহত হয়েছে। সকলেই সিন্ধ প্রদেশের লোক বলে জানিয়েছেন গোয়াদরের ডেপুটি কমিশনার নঈম বাজাই।
ডন সংবাদপত্রের খবর, আটজন ঘটনাস্থলেই প্রাণ হারায়, দুজনের মৃত্যু হয় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আততায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি, যদিও ২০০৪ থেকে খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তানে আকছার সন্ত্রাসবাদী হামলা ঘটছে। সন্দেহভাজন জঙ্গিরা প্রায়ই সেখানকার ভূমিপুত্র নয়, বাইরে থেকে আসা শ্রমিকদের টার্গেট করে। গত মাসেই তারা চার সিন্ধি শ্রমিককে গুলি করে হত্যা করে খারান জেলায়।
১০ শ্রমিক হত্যার তীব্র নিন্দা করে বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগটি বলেছেন, সন্ত্রাসবাদীদের হুমকিতে মাথা নত করব না আমরা। পুলিশ, ফ্রন্টিয়ার কোর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, পাকিস্তান ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামে যখন একাধিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তখনই এই হত্যাকাণ্ড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ গোয়াদর বন্দরের গুরুত্ব অপরিসীম। ওই পরিকল্পনারই একটি অঙ্গ হল ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের চিন-পাকিস্তান ইকনমিক করিডর যা পাকিস্তানের দক্ষিণ অংশকে রেল ও স্থল পথে জুড়বে চিনের জিনজিয়াংকে।