করাচি: পাকিস্তানের বন্দরশহর করাচির একটি চারতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ৭৫। আহতদের মধ্যে রয়েছেন দুই পাক ক্রিকেটারও।
এদিন ভোরে রিজেন্ট প্লাজা হোটেলের নিচের তলায় কিচেনে আগুন লাগে। মূহূর্তে তা ছড়িয়ে পড়ে সাততলা হোটেলটিতে। প্রায় ১০০ জন আটকে পড়েন।
দমলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে হোটেলের আবাসিকদের উদ্ধারের কাজ শুরু করে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয় বলে এধি ফাউন্ডেশনের ফয়সল এধি জানিয়েছেন।
৭৫ জন আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বেশিরভাগই ঝাঁপ দিয়ে বেরিয়ে আসার চেষ্টায় বা ভাঙা কাঁচের টুকরোয় জখম হয়েছেন। কেউ কেউ আবার ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে।
দুর্ঘটনার সময় হোটেলে ছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মাকসুদ। অন্য এক ক্রিকেটার ইয়াসিন মুর্তাজা তিন তলা থেকে ঝাঁপ দেন। এর ফলে তাঁর গোড়ালি ভেঙে গিয়েছে। কামরাত আলি ভাঙা কাচের টুকরোয় জখম হয়েছেন।
টেলিভিশন ফুটেজে আতঙ্কিত আবাসিকদের হোটেলের জানালা দিয়ে বেডশিট বেয়ে নামতে দেখা গিয়েছে।
করাচির চারতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১, ঝাঁপ দিয়ে জখম পাক ক্রিকেটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2016 05:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -