নয়াদিল্লি: ‘টাইম’ পত্রিকার ২০১৬-র বর্ষসেরা ব্যক্তিত্ব বাছাইয়ের প্রক্রিয়ায় অনলাইনে পাঠকদের ভোটে সেরা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। গতকাল রাতে ভোট নেওয়া শেষ হয়। ১৮ শতাংশ ভোট পেয়ে নয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, বিদায় নিতে চলা প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সবাইকে পিছনে ফেলেছেন তিনি। পিছনে পড়ে গিয়েছেন উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও।  এঁরা সবাই পেয়েছেন ‘হ্যাঁ’ ভোটের ৭ শতাংশ। ‘টাইম’ জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী পাঠকের কাছে জনপ্রিয়তার বিচারে অনেক এগিয়ে আছেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের মতো চলতি বছরের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের থেকেও। জুকেরবার্গ ও হিলারি পেয়েছেন যথাক্রমে ২ ও ৪ শতাংশ ভোট।


যদিও শেষ পর্যন্ত বর্ষসেরা ব্যক্তিকে চলতি সপ্তাহান্তে বাছবেন দুনিয়াসেরা ম্যাগাজিনের সম্পাদকরাই, কিন্তু অনলাইন ভোটে দুনিয়া কী চোখে এই মানুষগুলিতে দেখে, তার ইঙ্গিত মেলে, এবং মোদীই ২০১৬-র সবচেয়ে প্রভাবশালী লোক হিসাবে উঠে এলেন। টাইম বলেছে, ২০১৬-কে কে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন বলে তাঁরা মনে করেন, সেটা বোঝার একটা গুরুত্বপূর্ণ উপায় পাঠকদের ভোট।


এই নিয়ে দ্বিতীয়বার টাইম-এর পার্সন অব দি ইয়ার খেতাবের জন্য অনলাইনে পাঠকদের ভোটে মোদী জয়ী হলেন। ২০১৪ সালে তিনি ৫০ লক্ষের বেশি ভোটের ১৬ শতাংশ পেয়ে ওই সম্মান জিতেছিলেন।


এবার নিয়ে টানা চারবার মোদী মার্কিন ম্যাগাজিনটির বর্ষসেরার দৌড়ে রয়েছেন। গত বছর টাইম-এর পার্সন অব দি ইয়ার হন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।


ম্যাগাজিনটি বলেছে, সেপ্টেম্বরের এক পোলে সাম্প্রতিক বেশ কয়েকটি  মাসে ভারতীয়রা বিপুল সমর্থন  করেছেন  মোদীকে। তারা এও বলেছে, ৫০০-১০০০ এর নোট বাতিল করে  ভারত নগদ লেনদেনে বিরাট প্রভাব ফেলে দিয়েও নিয়মিত চর্চার বিষয় হয়ে উঠেছেন  তিনি।