লন্ডন: আই কিউ পরীক্ষায় ভারতীয় বংশোদ্ভূত কিশোরীর নজিরহীন সাফল্য। ব্রিটিশ মেনসা আইকিউ পরীক্ষায় ১২ বছরের এক ভারতীয় কিশোরী অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংকে ছাপিয়ে গিয়েছে। পেয়েছে বাড়তি ২ পয়েন্ট। ম্যাঞ্চেস্টারে গত মাসে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষায় ১৬২ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত কিশোরী রাজগৌরী পাওয়ার। ১৮ বছরের কমবয়সীদের মধ্যে রাজগৌরীর প্রাপ্ত নম্বই সম্ভাব্য সেরা।
ওই পরীক্ষায় প্রতিভাবানদের জন্য বেঞ্চমার্ক ১৪০ পয়েন্ট ধার্য হয়েছিল, আশ্চর্যজনক ভাবে, রাজগৌরী সেই বেঞ্চমার্ক পেরিয়ে ১৬২ পায়। এই পরীক্ষাতেই আইনস্টাইন এবং স্টিফেন হকিন্স পেয়েছিলেন ১৬০ পয়েন্ট। সেখানে রাজগৌরী পেয়েছে ১৬২। মেনসা সূত্রে এ কথা জানানো হয়েছে। সারা বিশ্ব থেকে এই পরীক্ষায় ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল।
চেশায়ার কাউন্টির রাজগৌরী বলেছে, পরীক্ষার আগে একটু নার্ভাস ছিলাম। এত ভালো ফল করতে পেরে আমি দারুণ খুশি।
পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পর রাজগৌরী ব্রিটিশ মেনসা আইকিউ সোসাইটিতে সদস্য হিসেবে যোগ দিয়েছে। তার বাবা ড. সুরজকুমার পাওয়ার বলেছেন, ওর শিক্ষক ও স্কুলের সাহায্য ছাড়া ওই সাফল্য পাওয়া সম্ভব ছিল না।
রাজগৌরী আলট্রিনচ্যাম গ্রামার স্কুলের ছাত্রী। স্কুল কর্তৃপক্ষও ছাত্রীর এই সাফল্য তাদের গর্বের কথা জানিয়েছে।
আইকিউ পরীক্ষায় আইনস্টাইন, স্টিফেন হকিংকে ছাপিয়ে ১৬২ পয়েন্ট ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীর
ABP Ananda, web desk
Updated at:
07 May 2017 03:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -