মেলবোর্ন: বিমানে অত্যধিক স্থুলকায় দুই সহযাত্রীর পাশে বসতে হয়েছিল। প্রায় ১৪ ঘণ্টার উড়ান ছিল। দুই স্থুলকায় ব্যক্তির পাশে বসে চিঁড়েচ্যাপ্টা হয়ে গিয়েছিলেন। অন্য আসনে বসার অনুমতি চেয়েও পাননি। সেই কারণে ওই বিমান সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করলেন সংশ্লিষ্ট যাত্রী। তিনি ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ মার্কিন ডলারেরও বেশি অর্থ দাবি করেছেন।
এই যাত্রীর নাম মাইকেল অ্যান্টনি টেলর। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসের বাসিন্দা। ২০১৫ সালের ডিসেম্বরে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসের উড়ানে তাঁকে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। আদালতে মাইকেল জানিয়েছেন, তিনি ইকনমি ক্লাসে জানলার ধারের আসনে বসেছিলেন। পাশের দুই সহযাত্রীই অত্যধিক স্থুলকায় ছিলেন। তাঁদের চাপে মাইকেলকে এক পাশে সরে যেতে হয়। গোটা উড়ানেই তিনি স্বস্তিতে বসতে পারেননি। ১৪ ঘণ্টা এভাবে থাকার ফলে কোমর ও ঘাড়ে যন্ত্রণা শুরু হয়। বারবার বলা সত্ত্বেও তাঁকে অন্য আসনে বসতে দেওয়া হয়নি। সেই কারণেই ওই মার্কিন বিমান সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে।
গত বছরেও অস্ট্রেলিয়ার আদালতে এই ধরনের একটি মামলা দায়ের করা হয়েছিল। ইতালির এক আইনজীবী অভিযোগ করেন, এমিরেটস এয়ারলাইন্সের উড়ানে তাঁকে ৯ ঘণ্টা ধরে এক স্থুলকায় ব্যক্তির পাশে বসে থাকতে হয়েছিল। ফের একই ধরনের মামলা দায়ের করা হল। ওই মার্কিন বিমান সংস্থা জানিয়েছে, তারা মাইকেলের অভিযোগ খতিয়ে দেখছে। আদালতে নিজেদের বক্তব্য জানানো হবে।
উড়ানে স্থুলকায় যাত্রীদের পাশে বসতে বাধ্য করায় এক লক্ষ ডলার ক্ষতিপূরণের দাবিতে মামলা
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2017 01:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -