ইয়োকোহামা: কয়েকদিন আগেই সীমান্তে ভারতের দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ করেছে পাকিস্তানের সেনা জওয়ানরা। তার প্রভাব পড়েছে দু দেশের সম্পর্কে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার পর দু দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে ঠেকেছে। তারই প্রতিফলন দেখা গেল জাপানে আন্তর্জাতিক আর্থিক বৈঠকে। হাজির ছিলেন দু দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও মহম্মদ ইশাক দার। কিন্তু কথা বলা তো, দূর সামান্য শুভেচ্ছা বিনিময় বা করমর্দনও করতে দেখা গেল না তাঁদের।
এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। জেটলি সারাক্ষণ এমন জায়াগায় বসেছিলেন, যেখান থেকে পাক প্রধানমন্ত্রীর উল্টো দিকে তাকিয়ে থাকতে সুবিধা হচ্ছিল। আলোচনা শেষ হওয়ার আনুষ্ঠানিক ছবি তোলা হতেই সেখান থেকে চলে যান জেটলি। এই অনুষ্ঠানে একবারই তাঁকে হাসতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে উবের ট্যাক্সি সংস্থা ভাল ব্যবসা করতে পারছে না বলে জানান একজন। তখন জেটলি বলেন, এই সংস্থা ভারতে ভালই ব্যবসা করছে।
ভারত-পাক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি জেটলি। তবে পাক অর্থমন্ত্রী ইউরেশিয়ার সঙ্গে চিনকে যুক্ত করার পক্ষে সওয়াল করলে তার বিরোধিতা করেন ভারতের অর্থমন্ত্রী। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনওরকম সহযোগিতা করতে নারাজ ভারত।
জওয়ানদের মুণ্ডচ্ছেদ: আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলেনে এক মঞ্চে থেকেও পাক অর্থমন্ত্রীর সঙ্গে কথা হল না জেটলির
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2017 09:44 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -