ইস্তানবুল: তুরস্কের ইস্তানবুলে কামাল আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জন ইসলামিক স্টেট জঙ্গিকে আটক করা হল। বৃহস্পতিবার ইস্তানবুলের ১৬টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃত ১৩ জনের মধ্যে ৩ জন বিদেশি বলে জানা গিয়েছে। বিমানবন্দরে হামলা চালানো জঙ্গিদের মধ্যেও এক জন বিদেশি ছিল বলে জানিয়েছে পুলিশ।


 

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আলাদলু জানিয়েছে, বিমানবন্দরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ৪২। নিহতদের মধ্যে ১৩ জন বিদেশি। ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলাই ইস্তানবুলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।

 

সম্প্রতি তুরস্কে একের পর এক হামলা চালিয়েছে আইএস ও কুর্দ জঙ্গিরা। এবার পর্যটন মরশুম শুরুর মুখে বিমানবন্দরে হামলা চালানো হল। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী ইফকান আলা বলেছেন, প্রাথমিকভাবে এই হামলার পিছনে আইএস-এর হাত রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। তবে এখনও তাঁরা নিশ্চিত নন। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম অবশ্য বলেছেন, বিমানবন্দরে জঙ্গি হামলার বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসছে। তদন্তে জানা গিয়েছে, জঙ্গিরা ট্যাক্সি চড়ে বিমানবন্দরে পৌঁছয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় তারা প্রথমে ভিতরে ঢুকতে পারেনি। এরপর তারা দূরপাল্লার স্বয়ংক্রিয় রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে চালাতে ভিতরে ঢুকে পড়ে। তিন জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণও ঘটায়।