লাহৌর: পাক পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলায় তেলের ট্যাঙ্কার ফেটে আগুন লেগে যাওয়ায় জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন অন্তত ১৫০ জন। আহতের সংখ্যা শতাধিক।
আজ সকালে পেট্রোল বোঝাই ওই ট্যাঙ্কার ফুটো হয়ে গিয়ে তেল বার হতে থাকে। স্থানীয় মানুষ দলে দলে জড়ো হন সেই তেল সংগ্রহ করতে। তখনই আচমকা ট্যাঙ্কারটি ফেটে যায়। বহু মানুষ হতাহত হন, পুড়ে ছাই হয়ে যায় অন্তত ছটি গাড়ি ও বারোটি মোটরসাইকেল।
জানা গিয়েছে, ট্যাঙ্কারটি করাচি থেকে লাহৌর যাচ্ছিল। লাহৌর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বাহাওালপুর জেলার আহমেদপুর শারকিয়া অঞ্চলে হাইওয়ের ওপর চাকা ফেটে তা উল্টে যায়। ফলে, ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়তে শুরু করে হাইওয়ের ওপর।
স্থানীয় বাসিন্দারা, পেট্রোল সংগ্রহ করতে জড়ো হন ট্যাঙ্কারের সামনে। সেই সময় আচমকা তাতে আগুন লেগে যায়। বিশাল আগুন গোটা এলাকাকে গ্রাস করে। সেইসঙ্গে দগ্ধ হন শতাধিক মানুষ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মারা যান অন্তত ১২৩ জন।
শতাধিক মানুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও অনেকে মারা যান। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
জানা গিয়েছে, ট্যাঙ্কারে আনুমানিক ৫০ হাজার লিটার পেট্রোল ছিল। এর থেকেই সহজে অনুমেয়, কী বিধ্বংসী আগুন লেগেছিল। হতাহতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে। প্রাথমিক অনুমান, কেউ সিগারেট দিয়ে পেট্রোলে আগুন ধরিয়ে দিয়েছে।
খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাক প্রধাননমন্ত্রী নওয়াজ শরিফ, পাক রাষ্ট্রপতি মামনুন হুসেন, পাক তেহরিক-ই-ইন্সাফ চেয়ারম্যান ইমরান খান, এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো।
পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সেনাকে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে সহায়তা করতে। উদ্ধারকার্যে পাঠানো হয় সামরিক হেলিকপ্টারকে।