পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর আইএস-এর শক্ত ঘাঁটি। ফলে আজকের এই হামলার পিছনে আইএস-এর হাত আছে বলেই মনে করছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেই কাবুলে শিয়াদের উপর জঙ্গি হামলায় ৪১ জনের মৃত্যু হয় এবং অন্তত ৮০ জন জখম হন। সেই ঘটনা দায় স্বীকার করে আইএস। বড়দিনে কাবুলেই গোয়েন্দা দফতরের কাছে জঙ্গি হামলায় ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। সেই হামলারও দায় স্বীকার করে আইএস। ২০১৫ থেকেই আফগানিস্তানে শক্তি বাড়িয়েছে এই জঙ্গি সংগঠন। তারা এ বছর একের পর এক হামলা চালিয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জানা গিয়েছে, এ বছরের প্রথম ৯ মাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বা সংঘর্ষে আট হাজারেরও বেশি সাধারণ মানুষ হতা-হত হয়েছেন। বছরের শেষ দিনটাও রক্তাক্ত হয়ে থাকল।
আফগানিস্তানে প্রাক্তন গভর্নরের শেষকৃত্যে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2017 07:32 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
জালালাবাদ: আফগানিস্তানের নানগড়হর প্রদেশের বেহসুদ জেলায় এক প্রাক্তন গভর্নরের শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালাল এক জঙ্গি। এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নানগড়হরের গভর্নরের মুখপাত্র আতাউল্লা খোগিয়ানি। জখম অন্তত ১৪ জন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির তালিবান ও আইএস-এর দিকে।
পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর আইএস-এর শক্ত ঘাঁটি। ফলে আজকের এই হামলার পিছনে আইএস-এর হাত আছে বলেই মনে করছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেই কাবুলে শিয়াদের উপর জঙ্গি হামলায় ৪১ জনের মৃত্যু হয় এবং অন্তত ৮০ জন জখম হন। সেই ঘটনা দায় স্বীকার করে আইএস। বড়দিনে কাবুলেই গোয়েন্দা দফতরের কাছে জঙ্গি হামলায় ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। সেই হামলারও দায় স্বীকার করে আইএস। ২০১৫ থেকেই আফগানিস্তানে শক্তি বাড়িয়েছে এই জঙ্গি সংগঠন। তারা এ বছর একের পর এক হামলা চালিয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জানা গিয়েছে, এ বছরের প্রথম ৯ মাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বা সংঘর্ষে আট হাজারেরও বেশি সাধারণ মানুষ হতা-হত হয়েছেন। বছরের শেষ দিনটাও রক্তাক্ত হয়ে থাকল।
পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর আইএস-এর শক্ত ঘাঁটি। ফলে আজকের এই হামলার পিছনে আইএস-এর হাত আছে বলেই মনে করছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেই কাবুলে শিয়াদের উপর জঙ্গি হামলায় ৪১ জনের মৃত্যু হয় এবং অন্তত ৮০ জন জখম হন। সেই ঘটনা দায় স্বীকার করে আইএস। বড়দিনে কাবুলেই গোয়েন্দা দফতরের কাছে জঙ্গি হামলায় ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। সেই হামলারও দায় স্বীকার করে আইএস। ২০১৫ থেকেই আফগানিস্তানে শক্তি বাড়িয়েছে এই জঙ্গি সংগঠন। তারা এ বছর একের পর এক হামলা চালিয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জানা গিয়েছে, এ বছরের প্রথম ৯ মাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বা সংঘর্ষে আট হাজারেরও বেশি সাধারণ মানুষ হতা-হত হয়েছেন। বছরের শেষ দিনটাও রক্তাক্ত হয়ে থাকল।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -