ফেনি: প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক ছাত্রী। তারপর থেকেই তাঁকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে অভিযুক্তরা। রাজি না হওয়ায় সেই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্যান্ত পুড়ে মারা যায় নুসরত জাহান রফি নামে ওই ছাত্রী।
এই ঘটনার পর থেকেই দেশজুড়ে দোষীদের শাস্তির দাবি ওঠে। অবশেষ ওই ঘটনায় দোষী সাব্যস্ত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত।
''আদালতের এই রায় প্রমাণ কর, খুন করে বাংলাদেশে কেউ রেহাই পায় না। আমাদের দেশের আইন-কানুন কঠোর।'', বলেন সরকার পক্ষের আইনজীবি হাফিজ আহমেদ।
বাংলাদেশে যৌন নিগ্রহের অভিযোগ আনা ছাত্রীকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুন! ১৬ জনের মৃত্যুদণ্ড
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2019 02:54 PM (IST)
অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে অভিযুক্তরা। রাজি না হওয়ায় সেই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -