ইসলামাবাদ: ফের একবার শিরোনামে পাকিস্তানের গায়িকা রবি পীরজাদা। গতবছর সেপ্টেম্বরে সাপ, কুমির দিয়ে নরেন্দ্র মোদির ওপর আক্রমণের হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন তিনি। যার জন্য পাকিস্তানের পঞ্জাবের এই গায়িকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় সেদেশের বন্যপ্রাণ সুরক্ষা দফতর। পাইথন, সাপ ও কুমির নিয়ে ভিডিও পোস্ট করার জন্য বিপাকে পড়তে হয় তাঁকে। এবার আরও একবার নরেন্দ্র মোদিকে নিশানা করে বিতর্কের জন্ম দিলেন সেই রবি পীরজাদা।
(ছবি ট্যুইটার থেকে সংগৃহীত)
আত্মঘাতী বোমারুদের পোশাক পরে নরেন্দ্র মোদিকে আক্রমণের ইচ্ছা প্রকাশ করে একটি ট্যুইট করেন তিনি। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় জোর আলোচনা। সিংহভাগ নেটিজেনই তাঁকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে রবির সমালোচনা করেছেন। কেউ কেউ তাঁকে প্রশ্ন করেছেন, আত্মঘাতী বোমারুদের এই পোশাক পাকিস্তানের জাতীয় পোশাক কিনা! একজন আবার আরও একধাপ এগিয়ে রবি পীরজাদার বিতর্ক বাঁধানো ট্যুইটের প্রত্যুত্তরে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত এই পোশাককে জাতীয় পোশাক ঘোষণা করা। এমন সমালোচনার পর নিজের ট্যুইট ডিলিট করে দেন রবি পীরজাদা।