নয়াদিল্লি: ইরমার ফলে ধ্বংসস্তুপের চেহারা নেওয়া ক্যারিবিয়ান দ্বীপ সিন্ট মার্টিন থেকে ১৭০ জন ভারতীয়কে উদ্ধার করা হল। বিশেষ চার্টার্ড বিমানে তাঁদের কিউরাকাও দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট এই খবর জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ভেনেজুয়েলার ভারতীয় রাষ্ট্রদূত রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, হারিকেন-বিধ্বস্ত সিন্ট মার্টিন থেকে ভারতীয়দের পাশাপাশি আরও ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রথমে ১১০ জন ভারতীয়কে উদ্ধার করা হয়। পরে আরও ৬০ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

বিদেশমন্ত্রকের মুখপত্র রবীশ কুমার গতকাল রাতেই ট্যুইট করে হারিকেন-বিধ্বস্ত অঞ্চল থেকে ভারতীয়দের উদ্ধার করার খবর দেন। আজ সুষমা এ বিষয়ে একাধিক ট্যুইট করেছেন।

ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র সিন্ট মার্টিনে ফ্রান্স ও নেদারল্যান্ডসের যৌথ প্রশাসনিক ক্ষমতা রয়েছে। হারিকেন ইরমা গত সপ্তাহে এই দ্বীপরাষ্ট্রে আছড়ে পড়ে। ঝড়ের দাপটে সিন্ট মার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।