আঙ্কারা: ফের জঙ্গি হানার কবলে তুরস্ক। দেশের পূর্ব প্রান্তের ভ্যান লেক প্রদেশে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক।
সংবাদসংস্থা সূত্রে খবর, ভ্যান লেকের একটি থানায় প্রথম বিস্ফোরণ ঘটে। তাতে এক পুলিশ অফিসার এবং ২ জন সাধারণ নাগরিক নিহত হন। ২০ জন পুলিশ অফিসার সমেত বহু মানুষ জখম হন।
এর কয়েক ঘণ্টা পরেই তুরস্কের এলাজিগ শহরে পুলিশের সদর দফতরে দ্বিতীয় হামলা হয়। সেখানে কমপক্ষে ৩ জন পুলিশ অফিসার নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন।
শহরের ডেপুটি মেয়র মাহমুদ ভারোল জানান, বিস্ফোরণটি দফতরের মধ্যে গাড়ি পার্কিং লটে হয়। বিস্ফোরণের ফলে বহু গাড়িতে আগুন ধরে যায়।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গাড়িগুলি দূরে গিয়ে উল্টো হয়ে ছিটকে পড়ছে। চারতালা সদর দফতরের একটা অংশ প্রায় উড়ে গিয়েছে।
হামলার নেপথ্যে কুর্দ জঙ্গিরা রয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তারা জানিয়েছে, গত সপ্তাহেই তুরস্কের পুলিশ বাহিনীর ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কম্যান্ডার চেমিল বায়িক। ফলে, এদিনের হামলার পেছনে কুর্দ জঙ্গিদের দিকেই আঙুল উঠছে।
প্রসঙ্গত, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গত বছর থেকে পিকেকে এবং তুরস্ক নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে।
সেই থেকে প্রায় ৬০০ জন নিরাপত্তাকর্মী মারা গিয়েছেন। অন্যদিকে কয়েক হাজার জঙ্গি খতম হয়েছে। দুই পক্ষের মাঝে পড়ে কয়েক’শ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে উঠে এসেছে রাষ্ট্রসংঘের রিপোর্টে।
তুরস্কে জোড়া গাড়ি বিস্ফোরণ, নিহত ৬, জখম শতাধিক
Web Desk, ABP Ananda
Updated at:
18 Aug 2016 10:18 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -