টেক্সাসে ডান্স স্টুডিওয় বন্দুকবাজের হামলা, মৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2016 06:11 PM (IST)
টেক্সাস: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। অরল্যান্ডোর পর এবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক ডান্স স্টুডিওয় ঢুকে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি। নিহত ২। গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় আততায়ীর খোঁজ পায়নি পুলিশ। সূত্র সন্ধানে তাই আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কি ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে মার্কিন পুলিশ।