মহিলা পর্যটকের শ্লীলতাহানি: ২ ভারতীয়কে দেশে পাঠিয়ে দিল চিন
web desk, ABP Ananda | 15 Jul 2016 01:06 PM (IST)
বেজিং: চিনে ভারতের মুখ পোড়ালেন দুজন ভারতীয়। হোটেলের লিফটে তাইওয়ানের মহিলা পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে সপ্তাহখানেক আগে তাঁদের আটক করে পাঠানো হয় শহরের বাইরের ডিটেনশন ক্যাম্পে। শুক্রবার জানা গেল, তাঁদের বের করে দিয়েছে চিন। দুজনেই হরিয়ানার লোক। একজনের বয়স ৫০। আরেকজনের ২৮। একটি ভারতীয় চা কোম্পানির হয়ে বাণিজ্য সফরে চিনে যাওয়া দলের সদস্য দুজনে। অভিযোগ, গত ৭ জুন ১৭ বছরের তাইওয়ানের মেয়েটিকে তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য জোরাজুরি করেন দুজনে। তারপর লিফটেই তাঁর শ্লীলতাহানি করেন। মেয়েটি ছুটে বেরিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে পুলিশ জেরার জন্য দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা প্রথমে অভিযোগ অস্বীকার করলেও লিফটের সিসিটিভি ক্যামেরায় উঠে যাওয়া ছবি দেখানো হলে দোষ কবুল করেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তবে মেয়েটি তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ নথিবদ্ধ করতে চাননি বলে খবর। আজ তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেজিংয়ের ভারতীয় দূতাবাসের জনৈক শীর্ষ অফিসার।