নিউইয়র্ক: আমেরিকার দীপাবলী ডাক টিকিট প্রকাশ উদযাপন উপলক্ষ্যে উত্সবে সামিল হতে হাত মেলাল রাষ্ট্রপুঞ্জের দুই স্থায়ী সদস্য ব্রিটেন ও ফ্রান্স সহ ২০ টি দেশ।  আগামী ৬ ডিসেম্বর নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ট্রাস্টিশিপ কাউন্সিলে এই অনুষ্ঠান হবে। আয়োজক রাষ্ট্রপুঞ্জে বেলারুশ ও ভারতের স্থায়ী মিশন। দীপাবলী স্ট্যাম্প উত্সর্গ অনুষ্ঠানে সামিল হবে প্যালেস্টাইনের স্থায়ী পর্যবেক্ষক মিশনও।

অনুষ্ঠানে সম্মান জানানো হবে দীপাবলী স্ট্যাম্প প্রকল্পের চেয়ারম্যান রঞ্জু বাত্রাকে। মার্কিন পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) যাতে আলোর উত্সব উপলক্ষ্যে ডাক টিকিট প্রকাশ করে, সেজন্য তিনি কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থেকে  তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।  ইউএসপিএস-এর ইতিহাসে এই ডাক টিকিট হয়ে উঠেছে সর্বাধিক বিক্রিত। এখনও পর্যন্ত ১,৭০,০০০ ডাক টিকিট বিক্রি হয়েছে।

এই অনুষ্ঠানে অন্য যে দেশগুলি অংশ নিচ্ছে সেগুলির মধ্যে রয়েছে আজারবাইজান, সাইপ্রাস, জর্জিয়া, জার্মানি, হন্ডুরাস, ইসরায়েল, কাজাখস্তান, কুয়েত, মলডোভা, মরক্কো, পানামা, শ্রীলঙ্কা, টিউনিশিয়া, ইউক্রেন, ভিয়েতনাম।

গত ৬ অক্টোবর ইউএসপিএস এই ডাক টিকিট চালু করেছিল। এজন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলেন ইন্দো-মার্কিন সম্প্রদায় ও প্রভাবশালী মার্কিন কংগ্রেস সদস্যরা।