মারাকেচ (মরক্কো): ২০১৬ বছরকে 'সম্ভবত সবচেয়ে উষ্ণ' বলে উল্লেখ করল রাষ্ট্রপুঞ্জ। একইসঙ্গে তাদের সতর্কবার্তা, ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তা ভয়ঙ্কর রূপ নেবে।

চলতি বছরের গড় তাপমাত্রা প্রাক শিল্প-বিপ্লব যুগের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। অর্থাৎ, রেকর্ড বুকে জায়গা পাওয়া ১৭টির মধ্যে ১৬ বছর চলতি শতাব্দীর! এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও)।

সংগঠনের মহাসচিব পেত্রেরি তালাস এক বিবৃতিতে বলেন, আরও এক বছর। আরও এক রেকর্ড। গত বছর যে রেকর্ড হয়েছিল, তা এই বছর ভাঙবে।

ডব্লুএমও জানিয়েছে, এন নিনোর ফলে, চলতি বছরের গোড়ার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু, তার প্রভাব শেষ হওয়ার পরও তাপমাত্রায় খুব একটা হেরফের হয়নি।

পরিসংখ্যান বলছে, সুমেরু সংলগ্ন রাশিয়ার তাপমাত্রা গড়ের তুলনায় ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একইভাবে, সুমেরুর ঠিক নীচে অবস্থিত রাশিয়া, আলাস্কা এবং উত্তর-পশ্চিম কানাডার তাপমাত্রা গড়ের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।