কাবুল: ফের জঙ্গি নিশানায় আফগানিস্তান।


আফগান পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ আফগানিস্তানে একটি ব্যাঙ্কের সামনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এদিন বেলা ১২টা নাগাদ হেলমন্দ প্রদেশের রাজধানী লস্করগহতে নিউ কাবুল ব্যাঙ্কের সামনে ওই বিস্ফোরণ ঘটে। তাতে অন্ততপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬০। পুলিশের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বহু সাধারণ নাগরিক ও সামরিক কর্মী ইদের আগে বেতন তোলার জন্য এসেছিলেন। এ-ও শোনা যাচ্ছে, প্রথমে গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে তারপর জঙ্গিরা ব্যাঙ্কের মধ্যে ঢুকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। শেষ খবর মেলা পর্যন্ত, নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলছে।


রাজধানী কাবুল থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত লস্করগহ শহরটি মূলত নাশকতামূলক কার্যকলাপের আতুঁড়ঘর হিসেবে পরিচিত। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায়স্বীকার করেনি।