ইসলামাবাদ: করাচি গিয়ে মুম্বই হামলায় সন্ত্রাসবাদীদের ব্যবহার করা ‘আল ফৌজ’ নামে নৌকাটি পরীক্ষা করে দেখতে পাকিস্তানি বিচারবিভাগীয় কমিশনকে নির্দেশ দিল সে দেশের সন্ত্রাসদমন আদালত। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সরকারি পক্ষ ও অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে কমিশন তৈরি করে সেখানে পাঠাতে বলেছে আদালত।
আজ আদালতের এক অফিসার বলেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে হওয়া শুনানিতে সরকার ও বিবাদী পক্ষের কৌঁসুলিদের বক্তব্য শোনার পর ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালত করাচিতে ‘আল ফৌজ’ নৌকাটি পরীক্ষা করার জন্য কমিশন গড়তে বলেছে। দু পক্ষের আইনজীবীরা নিজ নিজ সদস্যদের নাম মনোনীত করে পেশ করলেই কমিশনের বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপরই সম্ভবত আগামী মাসের গোড়ায় করাচি গিয়ে কমিশন নৌকাটি পরীক্ষা করবে। এর পাশাপাশি করাচি সফরে মুনীর নামে এক সাক্ষীর বক্তব্যও রেকর্ড করবে তারা।
মুম্বই হামলায় জড়িত জঙ্গিদের ব্যবহার করা নৌকাটিকে যাতে ‘মামলায় ব্যবহারের সামগ্রী’ করা যায়, সেজন্যই সেটি পরীক্ষা করে দেখতে কমিশন গঠনের আবেদন করেছিল সরকারপক্ষ। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় নিম্ন আদালত। গত মে মাসে নিম্ন আদালতের সেই রায় চ্যালেঞ্জ করে সরকারপক্ষ। নিম্ন আদালতের সিদ্ধান্ত ‘ত্রুটিপূর্ণ, আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’ বলে জানিয়ে খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তারা বন্দর শহরে নৌকাটি পরীক্ষা করে দেখার অনুমতি দেয়। এফআইএ-র বক্তব্য, করাচি থেকে মুম্বই পৌঁছতে হামলাকারীরা আল ফৌজ সমেত তিনটি নৌকা ব্যবহার করেছিল। এখন সেই নৌকা পাকিস্তানি কর্তৃপক্ষের হেফাজতে আছে।
মু্ম্বই হামলায় ব্যবহৃত নৌকা পরীক্ষা করে দেখতে করাচিতে কমিশন পাঠাতে বলল পাক সন্ত্রাস দমন আদালত
web desk, ABP Ananda
Updated at:
28 Sep 2016 10:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -