লাহৌর: এক দশক আগে ঠিক আজকের দিনেই মুম্বইয়ে হামলা চালায় জঙ্গিরা। ভারতের ইতিহাসে সেটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গিহানা। তার ১০ বছর পরেও পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতে লস্কর-ই-তৈবা জঙ্গিদের বিরুদ্ধে মামলা চলছে। ২৬/১১ হামলার মূল চক্রী লস্কর কমান্ডার জাকি-উর-রহমান লকভির রেহাই পাওয়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। আরও ৬ জঙ্গি যে কোনও দিন ছাড়া পেয়ে যেতে পারে।
২০০৯ থেকে লকভি, আবদুল ওয়াজিদ, মজহর ইকবাল, হামাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, জামিল আহমেদ ও ইউনিস অঞ্জুমের বিরুদ্ধে মামলা চলছে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতে। ২০১৫ সালে ইসলামাবাদ হাইকোর্ট দু’মাসের মধ্যে মামলা শেষ করার নির্দেশ দেয়। কিন্তু তা সত্ত্বেও মামলা চলছে। ২০১৫ সালে জামিনে মুক্তি পেয়ে যায় লকভি। তার ৬ সঙ্গী অবশ্য এখনও জেলে আছে। লকভিকে ফের জেলে পাঠানোর কোনও উদ্যোগই নেয়নি পাক সরকার। জামিন পাওয়ার পর থেকে অন্তরালে আছে লকভি। তার সঙ্গীদেরও ছাড়া পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কারণ, বারবার বিচারক বদল এবং এক বিচারপতি খুন হওয়ার ফলে মামলা বাধাপ্রাপ্ত হয়েছে।
আজই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ২৬/১১ হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের বিষয়ে তথ্য দিলে ৫০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। আরও কয়েকটি দেশ দাবি করেছে, এই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের সাজা দিতে হবে পাকিস্তানকে। পাকিস্তান অবশ্য মামলায় বিলম্বের জন্য ভারতকেই দায়ী করেছে। লকভির বিরুদ্ধেও জোরাল প্রমাণ নেই বলে দাবি পাকিস্তানের।
২৬/১১ হামলার এক দশক পার, জেলের বাইরেই লকভি, পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতে এখনও চলছে মামলা
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2018 07:54 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -