স্কটল্যান্ড: সংযুক্ত আরব আমিরশাহীর এক বারে এক জার্মান পুরুষের কোমরে হাত দেওয়ার অপরাধে এক ব্রিটেনবাসীর তিন মাসের জেল হল। ২৭ বছর বয়সি জেমি হ্যারন স্কটল্যান্ডের বাসিন্দা। তিনি পিছন থেকে এক জার্মান পুরুষের কোমরে হাত দিয়েছিলেন। এরপর সেই জার্মান ব্যক্তি পুলিশে অভিযোগ জানাতেই, সেখানকার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
স্কটল্যান্ডবাসীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ওই জার্মান নাগরিক। দুবাইয়ের যেকোনও হোটেল বা বারে অবাধে পান করা গেলেও, সমকামিতা বা প্রকাশ্যে যৌন হেনস্থা গুরুতর অপরাধ। এদিকে আদালতের এই সাজার জন্যে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে সেখানকার চাকরি হারাতে হয়েছে। আপাতত তিনি দুবাইয়ের আদালতের রায়ের বিরুদ্ধে আইনজীবীর দ্বারস্থ হলেও, তার খরচ কীভাবে দেবে সেটাই বুঝতে পারছেন না। এমনকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অসত্য বলেও দাবি করেছেন ওই ব্যক্তি। সেখানকার আদালতের রায়, তিনি মারাত্মক বিরক্ত এবং বিপর্যস্ত বলেও জানিয়েছেন।
পুরুষের কোমরে হাত, তিন মাসের জেল অভিযুক্তের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2017 05:42 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -