প্রশাসনের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, বৈঠকে হাসান দিয়াব বলেছেন, কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট একটি গুদামে ছয় বছর ধরে ছিল, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। দিয়াব বলেছেন, ‘এটা মেনে নেওয়ার মত না এবং এই ইস্যুতে আমরা চুপ থাকতে পারি না। যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তাদের শাস্তি পেতে হবে।’ এর আগে লেবাননের অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন, রাসায়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে।
মঙ্গলবার পরপর দু’টি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বেইরুট। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা নাগাদ বিস্ফোরণে কার্যত তছনছ এ শহর। এখনও পর্যন্ত যতদূর জানা গিয়েছে, অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এই ঘটনায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জখম প্রায় ৩০০০।
ভাইরাল হওয়া ছবি-ভিডিওয় দেখা গিয়েছে, বন্দর এলাকায় বহু বড় বড় বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে জানা যায়, ওই এলাকা থেকে ২০০ কিলোমিটার দূরেও পৌঁছেছে বিস্ফোরণের বিকট শব্দ। বিস্ফোরণের পরে ঘন ধোঁয়ার মেঘ কুণ্ডলী পাকিয়ে উঠছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেইরুট সমুদ্র বন্দরের আশেপাশের কোনও এলাকায় বিস্ফোরণটি ঘটলেও এর অভিঘাত ছড়িয়েছে বহুদূর। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ঘরবাড়ির কাচ ভেঙে গিয়েছে। গোটা এলাকায় অসংখ্য গাড়ি দগ্ধ হয়ে গিয়েছে। রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইট করা হয়েছে সাহায্যের আশ্বাস দিয়ে।