কুয়ালা লামপুর: মালয়েশিয়ায় হিন্দু মন্দিরে হামলার ছক, গ্রেফতার ৩ আইএস জঙ্গি।


পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের সন্ধ্যেয় মালয়েশিয়ার বাতু কেভস্-এ বিখ্যাত হিন্দু মন্দির সহ দেশের বিভিন্ন বিনোদনের জায়গা এবং পুলিশ স্টেশনে হামলার ছক কষেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। কিন্তু সফল হয়নি সেই পরিকল্পনা। এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে সেলানগোর এবং পাহাঙ্গ থেকে ৩ জঙ্গিকে গ্রেফতার করে সন্ত্রাসদমন বিভাগের বিশেষ শাখা।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম সন্দেহভাজন গ্রেফতার হয় সেলানগোর থেকে। বয়স ২০। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কে৭৫ গ্রেনেড, ৯ এমএম বুলেট সহ পিস্তল।অপর দুই সন্দেহভাজনের বয়স ২৭ এবং ২০। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪ টি বুলেট সহ একটি হ্যান্ডগান। এই তিনজনই অন্য পেশার সঙ্গে যুক্ত। একজন লরি চালক, একজন কসাই এবং একজন পানীয় বিক্রেতা। সিরিয়ায় আইএস শিবির থেকেই তাদের হামলার নির্দেশ পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য এই মাসের শুরুর দিকেই ৬৮ জন মালয়েশিয়ার নাগরিকের পাসপোর্ট বাতিল করা হয়। অভিযোগ, দেশ ছেড়ে আইএস-এ যোগ দিতে যাচ্ছিল তারা। ২০১৩ থেকে এবছর আগাস্ট পর্যন্ত আইএস-এর সঙ্গে যোগ রয়েছে সন্দেহে মোট ২৩০ জন, এরমধ্যে ২০০ জন মালয়েশিয়ার বাসিন্দা গ্রেফতার হয়েছে।