কোকা কোলা প্ল্যান্ট থেকে ৩৭০ কেজির কোকেন উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2016 06:16 AM (IST)
প্যারিস: ফ্রান্সের এক কোকা কোলা প্ল্যান্টের কর্মীরা একটি মাল রাখার পাত্র থেকে ৩৭০ কেজির কোকেন উদ্ধার করেছে। সূত্রের খবর, ৩৭০ কেজি এই মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫০ মিলিয়ন ইউরো। জানা গিয়েছে মাদক দ্রব্যটি একটি ব্যাগের মধ্যে লুকিয়ে অরেঞ্জ জুস-এর সঙ্গে দক্ষিণ আমেরিকা থেকে ফ্রান্সের ওই প্ল্যান্টে এসে পৌঁছয়। প্রসঙ্গত, ফ্রান্সের মাটিতে এর আগে এত বেশি পরিমাণ কোকেন আর কখনও পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে কোকা কোলা প্ল্যান্টের কোনও কর্মীর যুক্ত থাকার সম্ভাবনা নেই।