করাচি: পাকিস্তানের সিন্ধ প্রদেশের সেহওয়ান শহরে একটি ধর্মস্থানে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হল। আহত শতাধিক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে নিকটতম হাসপাতালের দূরত্ব ৪০-৫০ কিলোমিটার। অ্যাম্বুল্যান্স পেতে সমস্যা হচ্ছে। স্বভাবতই আহতদের হাসপাতালে নিয়ে যেতে অনেকটা সময় লাগছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুফি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই ধর্মস্থানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। প্রতি বৃহস্পতিবারই প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই ধর্মস্থানে বহু মানুষ আসেন। আজ সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ওই ধর্মস্থানে মহিলাদের জন্য সংরক্ষিত অঞ্চলেই হামলা চালানো হয়। প্রথমে গ্রেনেড ছুঁড়ে আতঙ্ক ছড়িয়ে তারপর নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে পাঁচটি বড়মাপের জঙ্গি হামলা হল। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জরুরি ভিত্তিতে আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের শান্তি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু তারপরেই এই আত্মঘাতী হামলা পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।