ঢাকা: গুলশনের কূটনৈতিক পাড়ায় অভিজাত রেস্তোরাঁয় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ  (জেএমবি) দায়ী বলে আগেই দাবি করেছে বাংলাদেশী কর্তৃপক্ষ। আজ সকালে গোপন সূত্রে পাওয়া  আগাম খবরের ভিত্তিতে গাজিপুরের টাঙ্গিতে জেএমবি-র ডেরায় অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেফতার করল RAB। তাদের মুখপাত্র জানিয়েছেন, ধৃতদের মধ্যে জেএমবি-র দক্ষিণ  বাংলাদেশ শাখার ‘আমির’ মাহমুদুল হাসান তনবীরও আছে। বাকিরা হল আশিকুল আকবর আবেশ, নাজমুস শাকিব ও রহমতুল্লাহ শুভ। RAB-এর মিডিয়া সংক্রান্ত ডিরেক্টর মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ওই বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বোমা তৈরির মালমশলা উদ্ধার হয়েছে। আটটি বোমা, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি ম্যাচেট, কিছু জেহাদি কাগজপত্র রয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে।


জানা গিয়েছে, ওই চারজন রমজান চলাকালে বাড়িটিতে আশ্রয় নেয়। সেখানে জেএমবি-তে নাম লেখানো ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হত।

গত ১ জুলাইয়ের ঢাকার রেস্তোরাঁয় পণবন্দি নাটকে জঙ্গিদের সঙ্গে কমান্ডো বাহিনীর লড়াইয়ে একটি ভারতীয় মেয়ে সহ ২২ জন প্রাণ হারান। পাল্টা হামলায় ৬ জঙ্গি নিহত হয়। ইসলামিক স্টেট হামলার দায় নিলেও বাংলাদেশ দাবি করে, তাদের ভূখণ্ডে বেড়ে ওঠা জেএমবি-র মতো দেশীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীই এর পিছনে আছে। তারপর থেকেউ জেএমবি-র ঘাঁটির সন্ধানে নামে নিরাপত্তাবাহিনী।