করাচি: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর শহর গোয়াদরের একটি পাঁচতারা হোটেলে জঙ্গি হামলায় চারজনের মৃত্যু হল। মৃতদের মধ্যে তিন হামলাকারী এবং এক নিরাপত্তারক্ষী আছেন। হোটলটিতে ঢোকার সময়ই ওই নিরাপত্তারক্ষীকে গুলি চালিয়ে হত্যা করে জঙ্গিরা। পরে গুলির লড়াইয়ে তাদেরও মৃত্যু হয়। বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায়স্বীকার করেছে।
গোয়াদরের স্টেশন হাউস অফিসার আসলাম বাঙ্গুলজাই জানিয়েছেন, ‘শনিবার বিকেল ৪.৫০ মিনিটে জঙ্গিরা ওই হোটেলে ঢোকে। তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে হোটেলের কয়েকজন অতিথি আহত হয়েছেন। জঙ্গিদের খতম করার জন্য নৌবাহিনী ও সেনাবাহিনী অভিযান শুরু করে। শেষপর্যন্ত জঙ্গিদের নিকেশ করা সম্ভব হয়।’
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মহসিন হাসান ভাট জানিয়েছেন, হোটেলে ঢোকার সময় তিন জঙ্গির মধ্যে দু’জন গুলি চালাতে থাকে। তারা হয়তো নৌকা করে এসেছিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানের পাঁচতারা হোটেলে জঙ্গি হামলা, মৃত ৪
Web Desk, ABP Ananda
Updated at:
11 May 2019 08:25 PM (IST)
বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায়স্বীকার করেছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -