কুইটো, ইক্যুয়েডর: মায়ানমার, জাপানের পর এবার ইক্যুয়েডরে ভূমিকম্প। মৃত ৭৭। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮। জারি হয়েছে সুনামি সতর্কতা।


আজ সকালে উত্তর-পশ্চিম ইক্যুয়েডরে কম্পন অনুভূত হয়। ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। ভেঙে পড়েছে ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা। ভূমিকম্পের পরেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে। কম্পনে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে গুয়ায়াকুইল শহর। সেখানে ভেঙে পড়েছে ব্রিজ, শপিং কমপ্লেক্স অনেক বহুতল।

দেশের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় প্রশান্ত মহাসাগরের উপকুলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি হয়েছে।

আফটার শকে মাঝেমধ্যেই কেঁপে উঠছে ইক্যুয়েডরের বিভিন্ন অঞ্চল। কম্পন অনুভূত হয় উত্তর পেরু, দক্ষিণ কলম্বিয়াতেও। উপকূল এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে বাসিন্দাদের।