আচমকা ঘরে আগন্তুক। কিন্তু কোনও মানুষ নয়, পাখি।


অস্ট্রেলিয়ার নর্থ কুইনসল্যান্ড স্টেটের কাছে ওঙ্গালিং সৈকতে একটি বাড়ির ভিতর হঠাতই ঢুকে যায় বিশাল আকারের এই পাখি। প্রাণ বাঁচাতে দৌড়ে পালান দম্পতি।

ওই দম্পতির নাম পিটার ও সুই লিচ। হঠাই তাঁদের ঘরে উড়ে আসে পাখিটি। ঘরের মধ্যে ঘুরে বেড়াতে থাকে সে। প্রায় দুমিটার লম্বা পাখিটি স্থানীয়দের কাছে ‘পিনাট’ নামেই পরিচিত। ওজনে এটি প্রায় ৭৬ কিলোগ্রাম।

সাউদার্ন ক্যাসোওয়ারি পাখিগুলি ভয়ানক প্রজাতির। ক্যাসোওয়ারি প্রজাতির এই পাখি বিশ্বের সবথেকে বিপজ্জনক পাখিগুলির মধ্যে একটি। এগুলি উড়তে পারে না। উড়তে না পারলেও সরাসরি মানুষকে আক্রমণ করে এগুলি। বাড়ি পোষ্যদেরও পা দিয়ে আঘাত করে। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, প্রধানত উত্তর-পূর্ব কুইনল্যান্ড, পাপুয়া, নিউ গিনি এবং এর আশেপাশের দ্বীপগুলিতে এদের দেখা মেলে।