৪৩ জন ভারতীয় মৎস্যজীবী পাকিস্তানে গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2017 02:11 PM (IST)
ফাইল ছবি
করাচি: আরব সাগরে মাছ ধরার সময় ৪৩ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পাকিস্তান। তাঁদের ৭টি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি ফোর্সের দাবি, ওই মৎস্যজীবীরা বেআইনিভাবে পাকিস্তানের এলাকায় ঢুকে মাছ ধরছিলেন। তাঁদের ডকস পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে পাঠানো হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। গত এক মাসে ১৪৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি ফোর্স। সব মিলিয়ে এ বছর পাকিস্তানে গ্রেফতার হওয়া ভারতীয় জেলের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের দাবি, তাদের মেরিটাইম সিকিউরিটি ফোর্স যখন স্পিডবোট ও হেলিকপ্টার নিয়ে সমুদ্রে কসরত করছিল, তখন ওই মৎস্যজীবীরা তাদের নজরে পড়েন। তারপরেই গ্রেফতার করা হয় তাঁদের। পাকিস্তান ও ভারতের গরিব মৎস্যজীবীরা প্রায়ই অন্যের জলসীমান্তে ভুল করে ঢুকে পড়েন, কারণ আরব সাগরে কোনটা কার এলাকা তা নির্দিষ্ট করে বোঝার উপায় নেই। কাঠের নৌকার পক্ষে অন্যের এলাকা থেকে দ্রুত সরে যাওয়া সম্ভবও হয় না। ২৯ অক্টোবর পাক সরকার করাচির মালির জেল থেকে শুভেচ্ছার প্রতীক হিসেবে মুক্তি দেয় ৬৮ জন ভারতীয় মৎস্যজীবীকে। গত বছর ডিসেম্বর থেকে এ বছর জানুয়ারি পর্যন্ত ১২ দিনের মধ্যে ৪৩৮ জন মৎস্যজীবীকে মুক্তি দেয় তারা।