ইসলামাবাদ: পাকিস্তানের জেলে বন্দি মোট ৪৫৭ জন ভারতীয়। তাঁদের মধ্যে ৩৯৯ জন মৎস্যজীবী। ভারতীয় দূতাবাসের হাতে এক তালিকা তুলে দিয়ে এমনই জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। আরও জানানো হয়েছে, আগামী সোমবার ১৪৬ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হবে।


পাকিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০০৮ সালের ২১ মে জেলবন্দিদের সঙ্গে দূতাবাস আধিকারিকদের দেখা করতে দেওয়ার বিষয়ে দু’দেশ যে চুক্তি করেছিল, তার ভিত্তিতেই জেলে বন্দি ভারতীয়দের তালিকা তুলে দেওয়া হয়েছে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের হাতে।’

আরব সাগরে স্পষ্ট সীমান্ত রেখা না থাকা এবং অত্যাধুনিক প্রযুক্তিহীন কাঠের নৌকা ব্যবহার করার ফলে ভারত ও পাকিস্তানের মৎস্যজীবীরা প্রায়শই অন্য দেশের সীমানায় ঢুকে পড়েন এবং গ্রেফতার হন। পাকিস্তান শুক্রবারই ১৪৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে। আরও ১৪৬ জনকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।