কিমের আমলে এর মধ্যেই ৬ বার পরমাণু পরীক্ষা করেছে পিয়ংইয়ং, শেষতম বোমাটি ছিল হাইড্রোজেন বোমা। দেশবাসীর উদ্দেশে নতুন বছরের বক্তৃতায় কিম বলেছেন, এভাবেই পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুততার সঙ্গে চালিয়ে যাবেন তাঁরা।
তাঁর কথায়, পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম সব সময় তাঁর টেবিলেই থাকে। আমেরিকার বোঝা উচিত, এটা কোনও হুমকি নয়, চরম বাস্তব।
উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের পরমাণু অস্ত্র আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। গত বছর টানা একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গিয়েছে তারা। জবাব দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে পারে গোটা পিয়ংইয়ং, কিম আত্মঘাতী মিশন হাতে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।