কাঠমান্ডু: ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, এদিনের কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.১। এপিসেন্টার বা উৎসস্থল ছিল দক্ষিণ-পূর্ব নেপালের ওখালধুঙ্গা প্রদেশের বিতিজোর বাগাইঞ্চাতে।
জানা গিয়েছে, এদিন সকাল প্রায় পৌনে ৮টা নাগাদ অনুভূত হয় ওই ভূমিকম্প। কম্পনের তীব্রতা খুব বেশি না হলেও তা কাঠমান্ডু সমেক আশেপাশের জেলাতেও টের পাওয়া গিয়েছে। যদিও, কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
প্রসঙ্গত, ২০১৫ সালে জোরালো ৭.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। সেখানে মৃত্যু হয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। আহত হয়েছিলেন আরও ২২ হাজার। তারপরেও প্রায় শতাধিক আফটারশকে কেঁপে ওঠে এই দেশ।
এদিকে, নেপালের পাশাপাশি, এদিন বাংলাদেশেও স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে, এদিন সিলেট অঞ্চলে ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।