ইসলামাবাদ: জাফরুল্লা আচাকাজাই নামে পাকিস্তানের এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে সোস্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করায়। উর্দু কুদরত সংবাদপত্রের এই সাংবাদিককে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় গত ২৫ জুন গ্রেফতার করেছে ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
জাফরুল্লার বাবা নিয়ামাতুল্লাহ আচাকাজাই ওই সংবাদপত্রের এডিটর-ইন-চিফ। তিনিও ২০১৬-র ইলেকট্রনিক অপরাধ দমন আইনে ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান।
স্থানীয় ম্যাজিস্ট্রেট ধৃত সাংবাদিককে আরও জেরা করার জ্ন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
গত মাসেই পাক অভ্যন্তরীণমন্ত্রী নিসার আালি খান সোস্যাল মিডিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচার চলার অভিযোগ শুনে হুঁশিয়ারি দেন, এতে জড়িত থাকলে রেহাই মিলবে না।
সোস্যাল মিডিয়ায় জাতীয় নিরাপত্তা রক্ষাকারী সংস্থাকে নিশানা করে পোস্ট, গ্রেফতার পাকিস্তানি সাংবাদিক
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2017 08:46 PM (IST)
প্রতীকী চিত্র।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -