হাউস্টন: আমেরিকার ফ্লোরিডায় ফের বন্দুকবাজের হামলা। মৃত ৫। আহত ৮। শুক্রবার হলিউডের ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ব্যাগেজ চেক পয়েন্টে হামলা চালায় এক বন্দুকবাজ। টারম্যাকে সেসময় বহু যাত্রী দাঁড়িয়েছিলেন। গুলিবৃষ্টির জেরে লুটিয়ে পড়েন অনেকেই। মৃত্যু হয় পাঁচজনের। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।
২৬ বছরের ওই হামলাকারীর নাম এস্টেবান স্যান্টিয়াগো ইরাক যুদ্ধ ফেরত প্রাক্তন সেনা কর্মী। অসন্তোষজনক কাজের জন্য গত বছরই অলাস্কা আর্মি ন্যাশনাল গার্ডে তার চাকরি গিয়েছিল।
এই হামলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫
ABP Ananda, web desk
Updated at:
07 Jan 2017 09:55 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -