ইসলামাবাদ: ভারতের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে রাষ্ট্রসংঘের নবনির্বাচিত মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের হাতে ডসিয়ার তুলে দিল পাকিস্তান। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ‘ভারতের হস্তক্ষেপ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক এই ডসিয়ার তুলে দিয়েছেন মহাসচিবের হাতে। সঙ্গে দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজের একটি চিঠি।
পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বালুচিস্তান, উপজাতি অধ্যুষিত অঞ্চল এবং করাচিতে ভারত ও র-এর সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণ আছে এই ডসিয়ারে। ২০১৫ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘে তিনটি ডসিয়ার দেওয়া হয়েছিল। তারপর এই ডসিয়ার দেওয়া হল। ডসিয়ারের সঙ্গে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বালুচিস্তান থেকে ধৃত র গুপ্তচর কুলভূষণ যাদবের স্বীকারোক্তির কথা উল্লেখ করা হয়েছে। ভারতের কার্যকলাপ আন্তর্জাতিক আইনের বিরোধী। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রসংঘের।
নাক গলাচ্ছে ভারত, রাষ্ট্রসংঘের মহাসচিবকে ব্যবস্থা নেওয়ার আর্জি পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jan 2017 12:05 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -