ইসলামাবাদ: সন্ত্রাসবাদী ডেরা থেকে ৫ বিদেশি পণবন্দিকে উদ্ধার করা হয়েছে বলে জানাল পাকিস্তানি সেনা। অপহরণের ৫ বছর বাদে এঁদের মুক্তি মিলল। আফগান তালিবানের সঙ্গে যুক্ত জঙ্গিদের হাত থেকে উদ্ধার করা এই পণবন্দিদের মধ্যে রয়েছে তিনটি শিশু।

আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীদের হাতে পড়া এই পশ্চিমী নাগরিকদের ২০১২ থেকে সে দেশেই বন্দি করে রেখে দেওয়া হয়েছিল।

পাক সেনা আজ এক বিবৃতিতে বলেছে, সেনা ও আইএসআই কানাডার এক নাগরিক, তাঁর মার্কিন স্ত্রী ও তাঁদের তিন সন্তানকে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবাদীদের কবল থেকে উদ্ধার করেছে।

তারা এও জানিয়েছে, মার্কিন গুপ্তচর এজেন্সিগুলি ওই পণবন্দিদের কোথায় রাখা হয়েছে, সেদিকে নজর রাখছিল। গতকাল কুরাম উপজাতি অধ্যুষিত জেলার মধ্যে দিয়ে ওদের পাকিস্তানে সরানো হচ্ছিল। সেই খবর পাক এজেন্সিগুলিকে দেয় মার্কিন গুপ্তচররা। মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে সব পণবন্দিকে নিরাপদে উদ্ধার করা হয়। সবাই সুস্থ আছেন। তাঁদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

পাক সেনার বক্তব্য, এই সাফল্য সঠিক সময় মতো গুরুত্বপূর্ণ তথ্য লেনদেনের গুরুত্ব তুলে ধরেছে। পাশাপাশি দুটি দেশের বাহিনীর মধ্যে সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলায় পাকিস্তানের ধারাবাহিক দায়বদ্ধতাও ফুটে উঠেছে এতে।

পাক সেনার তরফে পণবন্দিদের পরিচয় জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, এঁরা হলেন জোসুয়া বয়েল ও কেইটল্যান কোলম্যান। অপহরণের সময় কোলম্যান সন্তানসম্ভবা ছিলেন। বন্দিদশাতে তিনটি সন্তানের জন্ম হয়।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিবানের কব্জা থেকে পাঁচ বিদেশির মুক্তিকে স্বাগত জানান। বলেন, এটা পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কে 'ইতিবাচক মূহূর্ত'।