লাহৌর: পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলেদের দুর্নীতি দমন আদালতে হাজির হওয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হল। এই সময়ের মধ্যে হাসান ও হুসেইন যদি ইসলামাবাদের আদালতে হাজিরা না দেন, তাহলে তাঁদের ফেরার ঘোষণা করা হবে।


পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পানামা পেপার্সে নাম থাকা শরিফ, হাসান, হুসেইন, শরিফের মেয়ে মরিয়ম ও জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মহম্মদ সফদরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছে। হাসান ও হুসেইন এখন তাঁদের অসুস্থ মা কুলসুমের সঙ্গে ব্রিটেনে আছেন। ১০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নোটিসের কপি তাঁদের বাড়িতে সেঁটে দেওয়া হয়েছে।

পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, আদালতে হাজিরা দেবেন না হাসান ও হুসেইন। তাঁরা ব্রিটেনের নাগরিক হওয়ার সুবাদে পাকিস্তানের বিচার প্রক্রিয়া এড়িয়ে যাবেন। শরিফ, মরিয়ম ও সফদর অবশ্য আদালতে হাজির হবেন।