কাবুল: আফগানিস্তানের বাঘলান প্রদেশে একটি ভারতীয় পরিকাঠামো নির্মাণ সংস্থার ৬ জন ভারতীয় ও এক আফগান কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। এরা সবাই ইঞ্জিনিয়ার। অপহৃত আফগান নাগরিক তাঁদের গাড়িচালক।
স্থানীয় প্রশাসনের লোকজনকে উদ্ধৃত করে আফগান সংবাদ সংস্থা টোলোনিউজ জানিয়েছে, বাঘলানের রাজধানী পুল-ই-খোমরের বাঘ-ই-শামাল গ্রামে হয়েছে অপহরণের ঘটনাটি। সেখানে একটি ইলেকট্রিসিটি সাব স্টেশনের বরাত পেয়েছে কে ই সি নামে ভারতীয় কোম্পানিটি। অপহৃতরা যাচ্ছিলেন তার কাজকর্ম দেখতে। একটি সূত্রে অবশ্য অপহৃত ভারতীয়দের সংখ্যা ৭ বলে দাবি করা হচ্ছে।
বাঘলান প্রাদেশিক কাউন্সিল অপহরণে তালিবানের হাত থাকার ইঙ্গিত দিয়েছে। যদিও তালিবান বা অন্য কোনও গোষ্ঠী এখনও অপহরণের দায় স্বীকার করেনি। কোনও মুক্তিপণ দাবির খবরও নেই।
বিদেশমন্ত্রকের গোচরে এসেছে অপহরণের ঘটনাটি। আফগান কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান মন্ত্রকের এক মুখপাত্র।
প্রসঙ্গত, ২০১৬-য় কাবুলে অপহৃত হয়েছিলেন এক মহিলা ভারতীয় ত্রাণকর্মী। ৪০ দিন বাদে ছাড়া পান।
ভারত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আর্থিক পুনরুজ্জীবনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ২০০১ থেকে এজন্য ভারত সরকার ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।
গত বছরই নয়াদিল্লি জানায়, আফগানিস্তানের ৩১টি জেলায় ১১৬টি এমন কমিউনিটি উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হবে যার 'বিরাট প্রভাব' পড়বে।
এদিকে খোস্ত প্রদেশে একটি মসজিদের ভিতরে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন হতাহত হয়েছেন। খোস্ত সিটিতে ওই মসজিদে ভোটারদের নাম নথিভুক্তির কাজ চলছিল।
হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র তালিব মাঙ্গাল। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র বাসের বীনাও নাশকতার খবরের সত্যতা স্বীকার করেছেন। বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও তালিবান ও ইসলামিক স্টেটের স্থানীয় সমর্থক একটি গোষ্ঠী অতীতে গণতান্ত্রিক প্রক্রিয়া খারিজ করে নির্বাচনকে হামলার নিশানা করেছে। খোস্তে আইএসের উপস্থিতি আছে বলে এতদিন শোনা যায়নি, যদিও সাম্প্রতিক কালে অন্যত্র তাদের প্রভাব ছড়িয়েছে। গত মাসেই কাবুলে এক ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে হামলা করে আইএসের এক মানববোমা। ৬০ জন নিহত হয়, জখম হয় অন্তত ১৩০ জন।
আফগানিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হাতে অপহৃত ৬ ভারতীয়, খোস্তে মসজিদে বিস্ফোরণে হতাহত ৩০
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2018 05:18 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -