বেজিং: তিব্বতে ভূমিকম্পের জেরে অন্তত ৬০ জন আহত হলেন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকটি বাড়ি, সেতু ভেঙে পড়েছে, রাস্তারও ক্ষতি হয়েছে।
বুধবার সকালে স্থানীয় সময় ৯টা বেজে ১৫ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। কম্পনের উৎসস্থল ছিল তিব্বতের উত্তরে কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চল। ভূপৃষ্টের সাত কিলোমিটার গভীরে কম্পন হয়। আশেপাশের সবকটি শহরেই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে ধস নেমেছে বলেও শোনা যাচ্ছে।
তিব্বত সরকার দ্রুত উদ্ধারকার্য শুরু করার নির্দেশ দিয়েছে। দুর্গতদের সাহায্যার্থে তাঁবু, জামাকাপড়, খাদ্য ও পানীয় এবং ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে।
তিব্বতে ভূমিকম্প, ক্ষয়ক্ষতি, আহত অন্তত ৬০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2016 02:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -