ঢাকা: জামাত ই ইসলামি প্রধান মতিউর রহমান নিজামির ফাঁসি হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় জামাত সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। নিজামির ফাঁসির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে জামাত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

মুক্তিযুদ্ধের সময় অজস্র খুন, ধর্ষণ, লুঠপাটের অপরাধে মঙ্গলবার রাতেই নিজামির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জামাতের কার্যনির্বাহী প্রধান মকবুল আহমেদের দাবি, নিজামি সঠিক বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

 

বুধবার সকালে রাজধানী ঢাকা সহ দেশের অন্যত্র জামাত সমর্থকরা মিছিল করে কবরস্থানে গিয়ে নিজামির আত্মার শান্তির জন্য প্রার্থনা জানান। এরপরেই তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। পুলিশও জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। জামাতের শক্ত ঘাঁটি চট্টগ্রামে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এখানে বোমা বিস্ফোরণেরও খবর পাওয়া গিয়েছে।

 

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বুধবার সকালে পাবনায় নিজের গ্রামে ধর্মীয় রীতি মেনেই নিজামিকে সমাধিস্থ করা হয়েছে। শেষকৃত্যে তাঁর পরিবারের লোকেরা হাজির ছিলেন। নিজামির ফাঁসির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহিদ এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের লোকেরা আনন্দে মেতে উঠেছেন।