ইসলামাবাদ: উরি হামলার পর ভারত-পাক সম্পর্কের তিক্ততা চরমে উঠেছে। জঙ্গি দমনে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, সীমান্তে পাকিস্তানের লাগাতর যুদ্ধবিরতি লঙ্ঘন ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। কিন্তু এরইমধ্যে বেশিরভাগ পাকিস্তানিই ভারতের সঙ্গে আলোচনায় বসার পক্ষেই সওয়াল করেছেন। একটি সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, তাতে বলা হয়েছে, ৬৮ শতাংশ পাকিস্তানিই মনে করছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনা পারস্পরিক শত্রুতার মনোভাব হ্রাস করতে সক্ষম হবে।
গ্যালপ ইন্টারন্যাশনালের পাক শাখা গ্যালপ পাকিস্তান এই সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে গিলানি রিসার্চ ফাউন্ডেশন।  পাকিস্তানের চারটি প্রদেশ-পঞ্জাব, সিন্ধ, বালোচিস্তান ও খাইবার পাখতুনওয়ার শহর ও গ্রামীণ এলাকার ১৮৩৫ জনের ওপর ওই সমীক্ষা চালানো হয়। প্রশ্ন ছিল- তাঁরা ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পক্ষে কিনা। ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যেই এই সমীক্ষা চালানো হয়।
৩১ শতাংশ আলোচনার বিপক্ষে মত দিয়েছে এবং ১ শতাংশ মতামত জানায়নি।