কলম্বো: ২০১৫-য় তামিল অধ্যুষিত জাফনায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, হত্যায় দোষী সাব্যস্ত করে সাতজনকে মৃত্যুদণ্ড শ্রীলঙ্কায়।

২০১৫-র ১৩ মে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরনোর পর খোঁজ মিলছিল না শিবলোগানাথন বিথিয়া নামে ১৮ বছরের মেয়েটির। পরদিন মেয়েটির ভাই এক নির্জন জায়গায় হাত, পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। শোরগোল ফেলে দেয় এই ধর্ষণ, হত্যা। প্রতিবাদের ঝড় বয়ে যায়।

জাফনা হাইকোর্টের তিন সদস্যের ট্রায়াল বেঞ্চ সাতজনের চরম সাজা ঘোষণা করেছে। শ্রীলঙ্কা গার্ডিয়ান-এর খবর, মৃত্যুদণ্ড ছাড়াও তাদের ৩০ বছরের সশ্রম কারাবাসের সাজা হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে দোষীদের।

দোষীদের মধ্যে আছে সুইস কুমার নামে একজন যে মেয়েটির ধর্ষণ ও হত্যার ভিডিও তুলতে শ্রীলঙ্কায় এসেছিল। সুইজারল্যান্ডে এক পরিচিতকে সেই ভিডিও বিক্রি করার প্ল্যান ছিল তার। এও জানা যায়, দোষীদের একজনের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল মেয়েটি।

সব মিলিয়ে সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রায় ৪১টি অভিযোগ রুজু করা হয়।

ঘটনার সময় জাফনার সবচেয়ে সিনিয়র পুলিশ অফিসার ললিত জয়সিঙ্ঘেকেও সন্দেহভাজনদের একজনকে পুলিশি হেফাজত থেকে বেরিয়ে যেতে দেওয়ায় গ্রেফতার হন। তিনি বর্তমানে জামিনে জেলের বাইরে রয়েছেন।