মস্কো: রাশিয়ার প্রত্যন্ত উত্তরের সুরগাত শহরে শনিবার সকালে আচমকা পথচারীদের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটি লোক। সাতজন তার ছুরির ঘায়ে আঘাত পায়। তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীকে গুলি করে নিকেশ করে সশস্ত্র পুলিস।

রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে তারা। লোকটি স্থানীয় বাসিন্দা, ১৯৯৪ সালে জন্ম। লোকটি সম্ভবত মানসিক ভাবে বিপর্যস্ত। এ ব্যাপারে খোঁজখবর করে দেখা হচ্ছে। আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রক ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে জানিয়েছে, এটি সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে না তারা।

আঞ্চলিক পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করার আগে সাবধান করে দিয়েও গুলি ছোঁড়া হয়।

এদিকে বেইরুটের খবর, ইসলামিক স্টেট রাশিয়ার এদিনের ঘটনার দায় নিয়েছে। স্পেনে গত বৃহস্পতিবারের হামলায় ১৪ জনের মৃত্যুর দায় স্বীকারের পাশাপাশি আইএস-এর হয়ে প্রচারকারী আমাক সংবাদ সংস্থা দাবি করেছে, সুরগাতে ছোরা নিয়ে হামলা করা লোকটি ইসলামিক স্টেটের যোদ্ধা।