বেজিং: চিনের জিয়াঙ্গসু প্রদেশের ফেংশিয়ান কাউন্টির কিন্ডারগার্টেনে বিস্ফোরণ। সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জিনহুয়া-র খবর, পূর্ব চিনের ওই স্কুল ছুটির পর বাচ্চারা বেরিয়ে আসছিল। তখনই স্কুলের সামনের গেটে বিস্ফোরণ ঘটে।

অন্তত সাতজন নিহত ও ৫৯ জন জখম হয়েছে বলে জানিয়েছে চিনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক। ২ জন মারা যায় ঘটনাস্থলেই। ৫ জনের মৃত্যু হয় হাসপাতালে।

বিস্ফোরণের সময় অভিভাবকরা পড়ুয়া শিশুদের বাড়ি নিয়ে যেতে এসেছিলেন। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কিন্ডারগার্টেন। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর খবর, অনলাইনে বিস্ফোরণের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে,

অন্তত এক ডজন লোক কিন্ডারগার্টেনের গেটের সামনে মাটিতে পড়ে রয়েছে। অনেকে রক্তাক্ত, অনেককে সংজ্ঞাহীন। কারও পোশাক পুড়ে গিয়েছে। জখম বাচ্চাদেরও পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের অভিঘাতে গেটটি বেঁকে দুমড়েমুচড়ে গিয়েছে।

তবে কী ফেটে বিস্ফোরণ হয়েছে, এখনও জানা যায়নি।

অতীতে চিনে মানসিক বিকারগ্রস্তদের ছুরি হাতে স্কুলের বাচ্চাদের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে। এমন শক্তিশালী বিস্ফোরণ সম্ভবত এই প্রথম।