কাবুল: দীর্ঘদিন ওসামা বিন লাদেন যে তোরা বোরা পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন, সেটি এখন তাদের কব্জায় রয়েছে বলে দাবি করল ইসলামিক স্টেট বা আইসিস। ত্রাস সৃষ্টি করা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীটি গতকাল তাদের রেডিও খিলাফত স্টেশন মারফত্ এক অডিও বার্তা সম্প্রচার করেছে।

পুশতু ভাষায় চলা স্টেশন থেকে সম্প্রচারিত বার্তায় বলা হয়েছে, পূর্ব আফগানিস্তানের ওই পাহাড়ে এখন তাদের প্রতীক হিসাবে পরিচিত কালো পতাকা উড়ছে। সেখানকার একাধিক জেলাও তাদের হাতে এসেছে বলে জানিয়েছে আইসিস।

ঘরবাড়ি ফেলে পালানো গ্রামবাসীদের ফিরে এসে ঘরে থাকার আবেদন জানিয়েছে তারা।

প্রসঙ্গত, তালিবান কাবুল ছেড়ে পালানোর পর ২০০১ সালে মার্কিন জোট বাহিনীর হাত থেকে বাঁচতে আল কায়েদা সদস্যদের নিয়ে লাদেন তোরা বোরা পাহাড়ের খাঁজে খাঁজে অসংখ্য দুর্ভেদ্য গুহায় আত্মগোপন করে ছিলেন।

আফগান প্রশাসনের কর্তারা জানিয়েছিলেন, মঙ্গলবার তালিবান, আইসিস লড়াই শুরু হয়। তোরাবোরা ছিল তালিবানের নিয়ন্ত্রণে। তবে সেটা তাদের হাতছাড়া হয়েছে কিনা, তা বলতে পারেননি তাঁরা।