নয়াদিল্লি: ক্রিসমাসের উপহার হিসেবে পেয়েছিল 'অ্যাপেল এয়ারপড'। আর সেই ইয়ারপডই গিলে ফেলল সাত বছরের শিশু। ঘটনাটি ঘটেছে আমেরিকায় আটলান্টায়। ডাক্তাররা ওই শিশুটির মা কে জানান, শিশুটির পাকস্থলীর মধ্যেই রয়েছে ইয়ারপডটি। কিয়ারা স্ট্রোড(শিশুটির মা)-কে ডাক্তাররা জানান, এখনই ইয়ারপডটি বের করে আনার কোনও চেষ্টা করবেন না তাঁরা। ওটা সম্ভবত আপনা আপনিই শরীর থেকে বেরিয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।

এক্স-রে করে দেখা গিয়েছে, তার ছাড়া ইয়ারপডটি শরীরের ভিতরেই রয়েছে। শিশুটির শরীরে এখনও অবধি কোনওরকম শারীরিক সমস্যা হয়নি। সে বাড়িতেই সুস্থ রয়েছে।



শিশুটির মা ফেসবুকে সমস্ত ঘটনা জানিয়ে পোস্ট করেছেন। লিখেছেন, তিনি এই ঘটনার জন্য ছেলেকে বকাবকি করেননি তিনি। কারণ তাতে আরও খারাপ কিছু হতে পারত। কিয়ারা আরও লেখেন, তাঁর ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে। তিনি সবাইকে ধন্যবাদ ও জানিয়েছেন প্রার্থনা করার জন্য।