লন্ডন: গত সপ্তাহে বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে ৭৯ জন মারা গিয়েছেন বলে সন্দেহ করছে লন্ডন পুলিশ। তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


সোমবার স্কটল্যান্ড ইয়ার্ডের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ৫ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিরা সকলেই নিখোঁজ। তাদের মতে, নিখোঁজরা কেউই বেঁচে নেই ধরে নিতে হবে। মেট্রোপলিটান পুলিশ কম্যান্ডার স্টুয়ার্ট কান্ডি জানান, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।


তিনি বলেন, নিখোঁজদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। তাঁদের অনেক প্রশ্ন রয়েছে। সেই উত্তর খোঁজার কাজ করছি আমরা। পাশাপাশি, বহুতলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য জোগাড়া করার চেষ্টা চলছে।


প্রসঙ্গত, গত ১৩ তারিখ মধ্যরাতে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টারের ২৪ তলার গ্রেনফেল টাওয়ারে বিধ্বংসী আগুন লাগে। আগুনের দাপটে কার্যত ধ্বংস হয়ে যায় বহুতলের একটা বড় অংশ। সেখানে ১২০টি ফ্ল্যাটে থাকতেন প্রায় ৬০০ বাসিন্দা। বেশিরভাগই ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।


এই ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।