চিনে লিফ্ট দুর্ঘটনায় মৃত ৮
ABP Ananda, web desk | 17 Jul 2016 08:16 AM (IST)
বেজিং: চিনে লিফ্ট ভেঙে পড়ে মৃত্যু হল ৮ জনের। পূর্ব চিনের শ্যানডং প্রদেশের একটি নির্মিয়মান অ্যাপার্টমেন্টের ১৯ তলা থেকে লিফটটি নিচে পড়ে যায়।ওই সময় লিফ্টে ছিলেন ৮ জন। তাঁরা সকলেই মারা যান বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। ওই আটজনকেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।