করাচি: পাকিস্তানের মডেল কান্দিল বালোচের হত্যার ঘটনায় তাঁর ভাই মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়ার পরও অবশ্য বিন্দুমাত্র আফসোস নেই তার। সে বলেছে, পরিবারকে কালিমালিপ্ত করছিল কান্দিল।
ওয়াসিম বলেছে, আমরা বালোচ জাতির সম্মান করি। সোশ্যাল মিডিয়ায় কান্দিল যে সব ভিডিও আপলোড করেছে, তা খুবই আপত্তিকর। এ ধরনের ছবি বা ভিডিও একেবারেই বরদাস্ত করা যায় না। এ জন্য আমি ওকে খুন করার সিদ্ধান্ত নিই। এ ব্যাপারে আমার বিন্দুমাত্র আফসোস নেই।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুলতান পুলিশ গতকাল রাতে ওয়াসিমকে গ্রেফতার করেছে। কান্দিলের মৃতদেহও তাঁর গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে পাক মডেলের শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই কান্দিলকে তাঁর ভাই গলা কেটে খুন করে। নিজের ছবি, ভিডিও এবং বিভিন্ন মন্তব্যের জন্য কান্দিল সব সময়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকতেন।
কান্দিল হত্যায় গ্রেফতার ভাই বলল, ‘যা করেছি তা নিয়ে কোনও আফসোস নেই’
ABP Ananda, web desk
Updated at:
17 Jul 2016 06:57 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -